লবণত্যাগী || মায়িশা তাসনিম ইসলাম

জোনাক ফাঁটা ফুলকিতে সন্ধ্যার পশমি ঠোঁট
বিড়বিড় ওড়ে ভিনটেজ চুমুর চিৎকার!
লবণ নেই সেই চোখ ছেদী মোলাকাতের
প্রেমে সিদ্ধ হয়ে তবু পাই ডিম কুসুমের স্বাদ

অধিকার অগ্রভাগে ফুটে গরম সূচ
অভেদ্য ফোঁড়ায় না বেঁকে নিজেই ফিনকি!
পুঁজে পুঁজে খুলেছে বিকল্প সেলাইকল
কোনো বুননই আর সুতোর মরতবা মানেনি

জুনুনে মাগার সবটাই উনুনের শিরদাঁড়া
চুলোয় যাচ্ছে কৌটো ভরা প্রিয় লবণের মান
মোলাকাত-নুনে আর চাচ্ছি না সুস্বাদু শনিবার
প্রেমে সিদ্ধ সেই ডিমের কাছেই জিভ কুরবান।।।


1 মন্তব্যসমূহ

  1. ছন্দ বিহীন ছন্দের যাদুকর।
    তাসনিম ইসলাম কে অনেক অনেক শুভেচ্ছা

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন