বজ্র-সেনা
দেবানন্দ ভট্টাচার্য

কোথায় যে থাকিস! তোকেই খুঁজি। আয় নেমে আয় বাজ, নীল সোহাগ ছেড়ে। দূরদেখা তোর তীক্ষ্ম চোখ নখ ও ঠোঁট---খুব ধারালো

খামচে ধর্ ঘাতক অন্ধকার। আর আততায়ী ছায়া। ছিঁড়ে খুঁড়ে সাফ্ হোক।

মাঝারি এক পাথর খন্ড---নতজানু আদলে, দেখে মনে হল বাজপাখিকেই স্মরণ করা উচিত। বড়বেশি আজ ক্লান্ত পীড়িত মানুষ!

চেরাই হচ্ছে করাত কলে।

টিলার ধারে হাঁটুমোড়া ওই যে পাথর, বয়স কত? আদিম যুগের হলেও হতে পারে ; সে-ই মোতাবেক উপসংহারে এসে----চেঁচিয়ে যে কেউ

দাবি করতেই পারেন,

আয় নেমে আয় বাজ! নীল সোহাগ ছেড়ে।

সভ্যতা তো চিরকালই রুদ্র তান্ডবে শেষের শুরুতে মাতে!


Post a Comment

নবীনতর পূর্বতন