নিঃসঙ্গ রাতের লালাবাই

সুমনা রায় 

রোলার কোস্টার জীবনে ক্রমাগত অপ্রাপ্তি 
দীর্ঘ করে দেয় অবিজ্ঞাপিত বিষণ্নতা
ঘন নীলে আত্মঘাতী হয় অলীক স্বপ্নরা 
আমাদের আধখোলা জানালা ঘেঁষে 
হেঁটে যায় ক্রিমসন জ্যোৎস্না ও স্বর্গের দানব 
বৃত্ত ও পরিধির ত্রিকোনগীতিতে যখন 
ভেসে যায় দৃশ্য ও অদৃশ্যের ক্ষেত্রফল 
বিরান শহরে জেগে থাকে শুধু 
তোমার স্পর্ধিত একাকীত্ব 

Post a Comment

নবীনতর পূর্বতন