ভয়সমগ্র - ৯

সোমনাথ বেনিয়া


Androphobia - Fear of men


প্রশ্ন করার কিছু নেই বুঝি

তবুও বেদনা চ‍্যুত হয়ে বাড়াও হাত

সমস্ত দুঃখোচ্ছ্বাস নিমেষে উড়বে প্রেমসংহিতায়

এই বিবর্ণ শহরে আপেলের রঙ লাগাবে আন্তরিকতা

প্রিয় শব্দের উচ্চারণে মুক্তির মোড়ে দাঁড়াবে

দেখো, যে মানুষ আসছে, শুভ্রচেতনার অতীত

সবার উপরে সত‍্যের ধ্বজা ধরে

না হয় অতিসন্তর্পণে ভয়ের রেণু ঝেরে ফেলো

সেসব আগাছা পতঙ্গের আহ্লাদ হোক

নিজস্ব বৃত্তের কেন্দ্রে ডেকে নাও সুন্দরকে

পরিধিতে প্রফুল্লের আতশবাজি জ্বলুক সারারাত

হিমেল পরিবেশে নির্বাকবৃক্ষ শিকড়ে রাখছে মহাসন্ন‍্যাস ...

Post a Comment

নবীনতর পূর্বতন