কবির পরী

মধুমিতা চক্রবর্তী


রাতের উলঙ্গ প্রহরে

বেহঁশ শুয়ে থাকে, ঘুমন্ত সন্তান পাশে নিয়ে 

মানবতার ঘৃণ্যতম শত্রুরা,


অন্ধকারে আলতো ডানায় ভর দিয়ে সেখানে আমি উড়ে যাই রোজ।

এদের একজনকে মারতে পারলেই

খসে যাবে আমার ডানাদুটো,

মানুষের জীবন পাব আমি,

                                 দু:খ​ পাব, লোভ, ঈর্ষা, আঃ


আমাকে পরীজন্ম দিয়েছেন যিনি, 

তিনিই বলে গেছেন শাপমোচনের উপায়, 

 

অথচ ছুরি হাতে নিয়ে প্রতিদিনই তা ফেলে দিচ্ছি হাত থেকে, কিছুতেই পারছি না যথেষ্ট 

ক্রোধ সঞ্চয় করতে


কিছুতেই ফিরে পাচ্ছি না মানবজীবন​,

                          দু:খ​.......

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন