দু-এক ফোঁটা জলের তিলক লাগে কপালে

দেবাশীষ মুখোপাধ্যায়


পাতার ফাঁকে যে আকাশ 

তাকে হৃদয়ে নিয়েছি অনেক কাল আগে

সুখ দুঃখ সেখানে সহবাসে

খড়ের চালের ফুটোতে সেই আকাশ

বড়ো হতে হতে সৌরজগতে মিলিয়ে যায়


একপায়ে দাঁড়িয়ে তালগাছটা

মূর্খ মুখোশ পোড়া দেখে রোজ

নদীর গর্ভে যে আগুন জ্বলে

তা তাকেও জ্বালায়

প্রদৃপ্ত চোখে কালবৈশাখীকে আলিঙ্গনে সে


বুকে চিতার আগুনে চিল ওড়ে

মশাল নিয়ে হাতের মিছিল

পায়ের নীচে পড়ে কালো দুরিত

মৃত্যুর সংরুদ্ধতার নিরাকুত

তুমি অক্ষরের অলিন্দে শৌভিক তখন


উৎসারিত আলো জ্বলে উঠলেই

ছড়িয়ে থাকা বিজ্ঞাপনে ভাতের গন্ধ ওড়ে

রামধনু রঙ ছড়িয়ে পথের বুকে কাঁপন

সঞ্জীবনী আনতে কবিতার দরজায় কড়া নাড়া

শাশ্বত সত্য বুকে ক্ষতের গায়ে অহর্নিশ প্রলেপ

Post a Comment

নবীনতর পূর্বতন