সব ব্রণ মুখস্ত

সুশীল হাটুই


সারা গায়ে রিমঝিমধ্বনির ট্যাটটু।

মেঘমল্লার বলল, সাদাতুলোর স্লোগান

ছায়াপথ অবধি পৌঁছয় না।


আমার ১টি স্বপ্ন ডিভানের দুঃস্বপ্নের

সঙ্গে পিংপং খেলছে।


অন্যদিকে শীৎকার শব্দটি ইন্টারনেট

সার্চ করে দেখছে, নীল স্যাটেলাইটটি

সন্ধ্যাতারার যমজ নাকি মোমবাতির

প্রেমিক।


হরিয়ালি মুখে ৭টি টিউলিপ অর্থাৎ

৭টি ব্রণ। সব ব্রণ মুখস্ত। তবু গুঞ্জরন

উপহার পেলাম না।


বীজগণিতের কোনো সূত্র-ই জানে না,

চর্যাপদের হরিণের নাভির কত নীচে

রজনিগন্ধার আশ্রম।


শালিকের তোলাবাজির বিরুদ্ধে

ধানগাছগুলি জোনাকিজয়ন্তী-র শেষে

অনশন করবে।


মাছরাঙার হলিডেহোমের সামনে আমি

চিৎকার করলাম---


নদী + নৌকো = ময়ূরাক্ষী,

মেঘ x রিমঝিম = বর্ষা, আর

আপেল - দাঁত = ও মাঝিরে


লালচে ব্রণর অভিমান ছাড়া কেউ আমার

কথা শুনল না।


5 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন