আমাদের রাত্রির আকাশ

মৌমিতা মিত্র 


আমাদের রাত্রির আকাশে প্রতিদিন কতগুলি তারা এঁকে যায় ভিনসেণ্ট  

ভেতরের সবকিছু গুলিয়ে এলে

তারাভরা রাতে শ্বাস বন্ধ করে আমরা উৎসব করি —

অনুভবের যন্ত্রণার চেয়ে উৎসবের সুষম একাকীত্বে মিশে যাওয়া সহজ —

আমরা জানি

একা হওয়ার গল্প নিয়েই রাত্রির উৎসব


মাঝে কোন স্বঘোষিত ঐতিহাসিক সৈন্যজাহাজ ছাড়ার গল্প করে

আমরা দেখি সাদা রুমাল আর বিদায়ের মুহূর্তের নিষ্পাপ প্রতিশ্রুতি 


সেইসব স্মৃতি আমাদের জাগিয়ে রাখে

যা আমাদের হতেই পারতো তবু আমাদের নয়


যন্ত্রণার ভিন্ন উপাদান যোগার শেষে আমাদের উৎসব 

হাততালি সহযোগে আমাদের বিদায় দেয়

দুঃখ হাতে আমরা হাসিমুখে ঘরে আসি

চারপাশে কতটা নতুন দুঃখ জমেছে জেনে যাওয়ায়

তারাভরা আকাশ অনেকটা সহজ হয়ে যায় 

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন