অনেকদিন ইরাক দেখেছি;
কীভাবে তেল রক্ত হয় তাও দেখেছি।
প্যালেস্তাইনে রক্তক্ষরণের বার্তা দেয় - পবিত্র শহর, এটাতেও
আমরা অভ্যস্ত।
দেখতে দেখতে এখন আমরা ফসিল।
রাজার আদেশে বেঁচে নেই কেউ
কিন্তু জ্বলন্ত কুশপুতুলের পাশে, ওরা কারা?
ওরা কি জীবিত মানুষ?
ওমা! সেই ভুলে যাওয়া কথাই কানে আসছে
'দড়ি ধরে মারো টান রাজা হবে খানখান।'
(দড়ি ধরে মারো টান রাজা হবে খানখান)
সৌজন্যে 'অমিতা'-পত্রিকা।
সম্পাদক:- তীর্থঙ্কর ভট্টাচার্য
একটি মন্তব্য পোস্ট করুন