খুঁজে পাচ্ছি না আদরের সেই রঙিন দুঃখটি
রথীন বন্দ্যোপাধ্যায়
 
আলমারির ভিতর খুঁজলাম ব্যাংকের পাশ বই -এর ভিতরেও
অফিসের প্রতিটি ফাইল ধুলো ঝেড়ে
ধুলো ঝেড়ে ঝেড়ে খুঁজলাম বন্ধুদের ঠেকে
রবীন্দ্রগান পাড়ার পঁচিশে বৈশাখে
মঞ্চে দর্শকাসনে
মিছিলে মিটিং-এ
বাইশ বছর আগের বিছানায় কার্লনের ওপর কার্লনের তলায়
আমার যাবতীয় না-সভ্যতায়
নাশকতায়
অবাধ্যতায়
এমনকি পাঞ্জাবির পকেটে সেই হলুদ
পাঞ্জাবির পকেটে পেলাম প্রায় শেষ হয়ে আসা বিড়ির প্যাকেট আর একটা ম্যাচেস বক্সও

একটা ম্যাচেস বক্স ও একটাই দেশলাই কাঠি আর একটুকরো বারুদ

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন