ওগো গানওয়ালা

পৃথা চট্টোপাধ্যায়

সকাল হলে কে যেন আমার মন খারাপের জানালায় রেখে যায় রঙিন কিছু পাথর ।পড়ে থাকে বসন্তের উদাসী পালক। বৈশাখের হাত ধরে যারা কলকন্ঠে বেরিয়ে পড়েছে মুক্তির উল্লাসে তাদের আনন্দ গানে মুখরিত হয়েছে প্রভাতের আলো। এমন খুশির দিনে আমারও ইচ্ছে করে দোলাচলের উঠোন ডিঙিয়ে চলে যাই তোমার কাছে। ঐ ভাবেই গান গেয়ে বেরিয়ে পড়ি অনন্ত ভালোবাসার সন্ধানে। টানাপোড়েনের জীবনে ঝোড়ো হাওয়ায় ব্যাকুল মন। এই তো সেদিনও প্রিয়জন যারা ছিল তারা অনেকেই আজ নেই । আত্মভুক সময়ের জঠরে ক্রমশ তলিয়ে যেতে যেতে খুলে দিই একাকীত্বের বন্দিশালা। চেনা অচেনার মাঝখানে তোমাকে আঁকড়ে ধরতে গেলে যাও মিলিয়ে। অথচ তুমিই তো সেই গানওয়ালা যে আমার দিক ভুল করাও বারেবারে। ধরা দিতে চাও না বলেই প্রাচীন সূর্যের কাছে অসুখী সময় গচ্ছিত রেখে একাই এগিয়ে চলি গান গায় যে মানুষ তারই সন্ধানে।

5 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন