হোমঅভিজিৎ পালচৌধুরী অভিজিৎ পালচৌধুরী - অবরোধ ভুবনডাঙা 0 মন্তব্যসমূহ Facebook Twitter অবরোধঅভিজিৎ পালচৌধুরীঅপেক্ষায় ভাটার টান লাগলেমরা কোটালের কান্না একদিন পাকা বাঁধেও ফাটল আঁকেথির বিজুরি জলে তখনঅভিমানের রঙ, ভারি হয়ে ওঠে চোখের ডানানিঃশব্দ এক বৃষ্টিপাতের অবরোধমুখর দাম্পত্যের চারপাশে অন্য প্রতীক্ষায় ... Tags অভিজিৎ পালচৌধুরী কবিতা Facebook Twitter
একটি মন্তব্য পোস্ট করুন