বাংলা
সাবধানে ফেলিস পা
এখনো এপারে রক্ত ঝরে
দেখতে পাস না?

এখনো কমলা ভাষার মুখ
চিরায়ত শহীদ দুখ
মুঠো মুঠো প্রতিবাদ

অপরিশোধ্য, বোধ বহমান
বুলেটে রাখা সে ভাষার মান
দূরভিসন্ধি করবে বন্দি
আজও কি সাধে না বাধ!

ঊনিশ আমার একুশ আমার
ভাষার গর্ভে ভাষা
দেশ কাল লয় অনুভবময়
'মা' ডাক ভালোবাসা।
(ঊনিশ)

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন