হাত পা নেড়ে 
ঘাড় মুচড়ে 
চোখের পাতা 
নাক সিটকে 
বোঝাতে চেয়েছি

দুমড়ে মুচড়ে ভাঁজ খেয়ে 
গেলেও কিছুতেই পারছিনা 

গাছের ছায়া হয়ে গেল যাঁরা 
রক্তে রক্তে প্লাবিত মাটি ফুঁড়ে 
বেরিয়ে এসেছে অঙ্কুর
১টা পূর্ণ শৈশব সপুষ্পক 

কিছুই বোঝাতে পারিনা
বলেই অকপট চিহ্ন
কিছু এলোমেলো রেখা তুলে রাখা 

বাতির শিখায় অদৃশ্য পুড়ে যাওয়া
১টি গাছ 
গাছের ভেতর জমানো গভীর শোক!
(মূকাভিনয়)

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন