প্রতি বছর ফিরে ফিরে আসে একুশে ফেব্রুয়ারি, উনিশে মে
আর স্মৃতির অ্যালবাম থেকে অনায়াসে বেরিয়ে আসে মলিন হয়ে যাওয়া ছবি। 
প্রশ্ন চিহ্ন নিয়ে তাকিয়ে থাকে। ভুলে যাইনি তো তাদের রক্ত ঝরানো সংগ্রাম? 
বরাক উপত্যকায় কত তরুণ জীবন লাশে পরিনত হয়েছে শুধু মাথা উঁচু করে মাতৃভাষায় কথা বলার অধিকারের জন্য। 
তাজা রক্তের গঙ্গা বয়েছে কত, কত মায়ের কোল  হয়েছে শূন্য। 
 ধূসর মাটির উপর রক্তিম পতাকা উড়িয়ে তারা ঘুমিয়ে গেছে মাতৃভূমির কোলে বজ্র মুষ্টি নিয়ে। 
একুশে ফেব্রুয়ারি, উনিশে মে দিনটি শুধু , বাংলা হরফে লেখা রঙিন পাঞ্জাবি বা শাড়ি পরে ভাষা দিবস উদযাপনের দিন নয়। 
 মাতৃভাষা কে যথাযথ মর্যাদা দিয়ে এই মশাল প্রজ্বলিত রাখার প্রতিজ্ঞা  নেবার দিন। 

(বর্ণপরিচয়)

Post a Comment

নবীনতর পূর্বতন