একটি ফুলের পাপড়ি যেমন আপনাআপনি ফোটে গন্ধটি তার ঘড়ায় ভরা, উলটে পড়ে রোদে যে যেদিকে যাক না পাখি, গন্ধ ছুঁয়ে যায় ভাষার ভেতর প্রাণপাখি তার ঠিক সেরকম ছোটে।
তার কাধে তুই হাত রেখেছিস, তার চোখে তুই চোখ তোর মাথার ওই চুলের ভেতর তার আঙুলের শোক শব্দ কোথায়, তার ভেতরে অন্ধ চোখের জল ইদ মোবারক, সৎ শ্রী আকাল আন্দাজে ছেঁায় মুখ।
ভাষা যদি এমন হত, অনুভবের ভাষা চোখের মুখের হাতের নীচে খরস্রোতা নদী কিংবা মরু, পাহাড়ি পথ, পাশেই গভীর খাদ সাবধানে পা, সঙ্গে সাথী অনেক ভালবাসা।
ভাষা ভাষাই, চোখ বুজে মা যেই তোমাকে ছুঁই হাতের মধ্যে উঠে আসে পাতালঘরের জুঁই।
(অনুভবের ভাষা)
একটি মন্তব্য পোস্ট করুন