গিরগিটি আমাকে খাবে?

এবাদুল হক 


আমাকে ভক্ষণ করো গিরগিটি দেখি ক্ষমতা কতো 

তোমার দাঁতের। ভয় পেয়ো না আমাকে 

আমি তোমাকে মারব না আধুনিক বোমার আঘাতে।

বরং তোমাকে গভীর ভালোবাসা দেবো মধুপবিহীন মধুপর্ক।


সেই সঙ্গে নিতে হবে অহংকার লিপি আর 

নক্ষত্রের উৎসব বঞ্চিত নগ্ন বাংলাদেশ 

দুর্ভিক্ষপীড়িত তাজমহলের খসে যাওয়া অন্ধকার 

আমার কবর আর কবরের ফাঁটলধরা বিষদাঁতগুলি। 


আমাকে খেয়ে ফেলতে চাও, খেয়ে ফ‍্যাল এক্ষুনি 

তোমাতেই ন‍্যস্ত হোক একাধিক যষ্টির কারসাজি।




প্রেম থেকে ব‍্যাভিচারে যেতে ।।  এবাদুল হক 


ক্রোধের মধ্যে আমি পালটে যাচ্ছি 

উলটে যাচ্ছি ভয়াবহ দর্শনের মাঝে।


প্রতিটি গলির মুখে অদ্ভূত দরজা,অদ্ভূত প্রহরী তার 

যথাযথ ভদ্রতার মুখোশে স্থির দুটি উদাসীন চোখ 

আমাকে উত্তপ্ত করে, উষ্ণ করে কেন মিছেমিছি। 


উলঙ্গ লজ্জার সাথে রাত্রিবাস করে তারা কি দাঁড়িয়ে  আছে 

সমস্ত গলিতে ; কতক্ষণ লাগে আর 

ক্রোধ থেকে মৎসন‍্যায়ে যেতে হাতে নিয়ে শেষ কপর্দক। 

সম্মুখে গর্বের পথে উন্মুখ নেকড়ের প্রহর 

মৃতেরা মর্যাদা পাবে মিলবে না এমন আশ্বাস 

যে পথ এসেছ ফেলে ভাঙা কাঁচ ভাঙা স্বপ্নে ভরে 

সেখানে পাবে কি তুমি অতি ক্ষীণ ফেরার বিশ্বাস।


ক্রোধের মধ্যে তুমি থেকো না দাঁড়িয়ে বহুক্ষণ 

চলে এস, চলে এস নৈরাজ্যের মন 

প্রার্থনার শান্তির জগতে ;


শূন্য হাতে কতক্ষণ লাগে আর প্রেম থেকে ব‍্যাভিচারে যেতে।


Post a Comment

নবীনতর পূর্বতন