একসার পাখির ঝাপটে যখন আকাশ হাসি ঝরায়
শিশুর মুখের আলোক কণায়  হীরক চুর্ণ দ্যুতি
কোনো এক মিঠে হাওয়ায় ঝরা পাতার মর্মর
বলে যায় দুপুরের রূপকথা গল্প
কোনো এক আদুল বর্ষায় মৃত্তিকা গেয়ে ওঠে
স্বপ্নবীজ
আমি যদি অন্ধ হই
সে সব স্তব্ধতা শুধু আমাদের ভাষা...আমার ভাষা
(ভাষা)

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন