১.  হ্যামলিনের বাঁশিওযালা 

মধুমিতা চক্রবর্তী 


শিশুরা বোঝেনি 

ও বাঁশি মন্ত্রপূত ছিল 

আকুল করেছে 

টেনেছে ঘরের বাইরে

এ খেলা কলতান 

                  মন্ত্রপূত ছিল.....


এবার

হাত ধরাধরি করে নেমে.এসেছি জলে

তলিয়ে যেতে যেতে

শ্বাসরোধ হয়ে এলে বুঝি 



ও বাঁশি মন্ত্রপূত ছিল 

আর 

বাঁশিওযালা নিষ্প্রাণ



২  সমনামবুলিস্ট


তিন ডাকিনির গানের মত

নাছোড়বান্দা সুরে

অ্যাম্বুল্যান্স চলেছে সারাদিন।



রাতে ঘুমের মধ্যে 

মোমবাতি নিয়ে হেঁটে বেড়ায় কেউ 


আর একটিবার

                              

কবিতার মত

অঞ্জলি ভরে মুখে জল ছেটাব বলে


আমি বার বার হাত ধুতে থাকি...

Post a Comment

নবীনতর পূর্বতন