মরণের পরে

জ‍্যোতির্ময় মুখোপাধ্যায়

রবি ঠাকুরের সঙ্গে দেখা হলে জিগ্যেস করব,

আপনি এতো শীতকে ভয় পেতেন কেন?

আর শীতকাতুরে জীবনানন্দকে

আর সেই সমস্ত কল্লোল কবিদের

যারা কোলকাতাকে লন্ডন করে ছেড়েছিলেন

কাব‍্যে ও কবিতায়

এবং এই অবসরে, দেখা হলে

গুপ্ত কবির সঙ্গে, কবি আলাওল, মুকুন্দরাম

কবি কালিদাস, জসিমউদ্দীনের সঙ্গে

জানাব একটা বিরাট থ‍্যাঙ্কু

বলব, ভাগ‍্যিস আপনারা ছিলেন, তাই তো

কোলকাতা আজও আছে কোলকাতাতেই

Post a Comment

নবীনতর পূর্বতন