বসন্ত , কয়েক টুকরো 

নিখিলকুমার সরকার

মনে যদি লেগেছে আগুন 

বাতাসে উড়ছে হৃদ্-পোড়া পুষ্পগন্ধ 

তবে তো ফাল্গুন এসে গেছে , মদিরাক্ষী মধুমাস...  


এখন দেখার --- কার চোখে লেখা থাকে  

কার সর্বনাশ  

কোম্পানিবাগান কলোনির দখিনজানালা যত , খুলে গেছে  

পলাশ শিমুল গুলমোহরের পরাগস্নাত শব্দেরা 

হাসতে হাসতে , গান গাইতে গাইতে  

নিজেকে নিয়ে ভেসে যাচ্ছে উৎসবপ্রাঙ্গণের দিকে ... 


বাংলাকবিতা ট্রেন্ডি পোশাকে পথের পাশের 

ট্রাইবাল আকন্দ-র সঙ্গে সেলফি তুলছে --- অনস্ক্রিন 

প্রমোশনাল পোস্টার 


একই ফ্রেমে রক্তবাহিত লাল আর রক্তপলাশ... 


উপমা-বিধ্বস্ত --- চিরন্তন  

বসন্তমুখারি 


ভেঙেছে শীতের ঘুম , অজ্ঞাতবাসের গর্ত থেকে 

ওরা, পরিপূর্ণ বিষথলি, বুকে হেঁটে 

ফিরছে ভুবনডাঙায়...


নিভৃতবাস ছেড়ে বসন্ত সমাগত --- মাস্ক পরিহিত  

চির-তরুণ বাংলাকবিতায় 

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন