তিনকাঠি
গৌতম দাস
হাসি
........
আতঙ্কের মধ্যে একটা আনমনা ভাব - জীবন যাকে বলে
আর,আতঙ্কের মধ্যে সেই গোপন সুরসুরি ঈশ্বরের -
জনপদ জানে তাই,গল্প করে সেও এক আতঙ্ক তলার
শুনি আর শুনতে শুনতে আমরা বড় হই,ধীরে ধীরে -
জীবন ও ঈশ্বরের মধ্যাবর্তে যে ভাবে কুষ্ঠপূর্ণিমা
পুঁজ নিয়ে রক্ত নিয়ে শাম্বধ্বনি নিয়ে দু'ঠোঁটে হাসি ছড়ায়
মস্করা
...........
নিজেই নিজেকে নিয়ে মস্করা করি পরের মতো
পরের মতো নিজেকে নিয়ে দু'মুখের গুজব রটনা করি জনপদে
আর গুজবে কান পেতে রই প্রমাদ গুনবো বলে
চিতি সাপের লেজ দিয়ে অন্য কানের ময়লা খুঁটি,বুঁদ হই আমজাদ আলীর সরোদে
জীবন
...........
একমাত্র ছিনিমিনি খেলার
কোনো বাঁধাধরা নিয়ম নাই,বাছারা -
তীব্র রসবোধ ছাড়া
একটি মন্তব্য পোস্ট করুন