আমার প্রতিটি দিন

মৌমিতা মিত্র


আমার চোখ খোলার প্রতিটি দিনে

মুহূর্তগুলোর ভেতরের আলো ছুঁতে নিলে

আর‌ও বেশি করে ছড়িয়ে পড়ে অন্ধকার;

হাতের শিরার মতো আলোর গাছগাছালির শেকড়

পাতার গায়ে খনিজ সঞ্চয়ে ব্যস্ত হলে

আমি কিছুটা সময় পাই;

নিজেকে গুছিয়ে নিয়ে

আবার চলে আলোর সন্ধান।

আমার বিষয়ভিত্তিক প্রবন্ধের অশৈল্পিক ক্রুঢ়তায়

নিজেকে খোঁজা আর লুকিয়ে রাখার মাঝের ফাঁকগুলোয়

আমিই ভুলে যেতে থাকি আমার সভ্যতার পথ


বাইরের রাত্রি জানলা ঠেলে ভেতরে চলে আসে

চোখ বুজে শুয়ে পড়ি আর আলোর

শিরা উপশিরার ছড়িয়ে পড়া দেখতে দেখতে

ঘুম নেমে আসে গত শতাব্দীর


আমি আরেকটু প্রাচীন হ‌ই

 

Post a Comment

নবীনতর পূর্বতন