কবিতার নাম
বন্যা ব্যানার্জী
অভিমানের রং যখন ফিকে হয় বসন্ত
সাজিয়ে নেয় উৎসব,পলাশের লালে।
পাতা ঝরা বিকেল গুলো,আকাল জুড়ে স্বপ্ন দেখা বাঁচিয়ে রাখে।
রুগ্ন জিভে উচ্চারণ সোচ্চার হতে চায়।
চোখের ওপর নামুক সে চোখ
ফন্দি আঁটছে আকাশ
কুসুম কুসুম রোদের আদর
চৈত্র সর্বনাশ।।
একটি মন্তব্য পোস্ট করুন