চোখের আলোয় দেখেছিলেম
মন্দিরা ঘোষ
রাতের অবশেষ ভেঙে চলন্ত সিলিংফ্যান থেকে
যে ছায়াকাচ ঝরে
হতে পারে সেগুলি তোমারই
চোখের নিচের অগোছালো চৈত্রমাস
চোখ এবং চামচ আকারগতভাবে এক হলেও
একই সরলরেখায় দুটি ভিন্ন ধারণার জন্ম দেয়
চামচ প্রশ্নে চা চিনির প্রসঙ্গ
একটা অনুভূমিক কোণে চোখকে আটকে রাখে
যা আদতে মনে পড়ায় কোনো পাহাড়ি উপকথার গ্রাম
হোমস্টের জানলায় পেতে রাখা চুপচাপ বসন্তবিকেল
আন্তরিক জিং পোর আতিথেয়তা
গ্রাম্য চা পাতার সোঁদা গন্ধ
ঠোঁটের আলগোছে ঘেমে ওঠা রাতের চামচ
আড়াআড়ি শরীর খোলা সেতুর নিচে
নদী আর পাথরের মৈথুনস্বর
কোনো সাদাকালো ছবির ক্লিপিংস ভেবে
ফ্যানের সুইচ অফ করে দিলে
চা আর চামচ অতীতের অনুচ্ছেদে ঢুকে যায়
চোখের নিচে পড়ে থাকে উপাধির বালি
বুকের ভেতর গুনগুন
"চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে'"
একটি মন্তব্য পোস্ট করুন