বর্ডারলাইন পোয়েট্রি ডিজঅর্ডার
 

মায়িশা তাসনিম ইসলাম


মুখ বাজারে, মুখপুস্তক ব্যবসায়ে আর শব্দের কি দাম!

মুখেরই দামে যদিও মাঝেমাঝে শব্দ, তার বৃহস্পতিবারের মদ কিনে আর হ্যাংওভার বমিতে ভাসায় কামলালাবাহী ব্রীজ যতো। শব্দ অতিমাত্রায় নেশা করলে নিজের মুখ খুঁজে পায় না, চলার পায়ে পাথর বান্ধা...ধুপ করে বসে পড়ে, দেখে যায় শীতকাঁপা জীবনের পাশে ড্রেনের বয়ে যাওয়া। তার চোখ পরে নেয় একজোড়া খুনীর বুট আর উপরে তাকায়ে থাকতে থাকতে সে পছন্দের কোনো একটা নক্ষত্রের গলার কাছে চাকু ধরে, চাঁদের মাংস পুড়ায় খায়!

মেঘের বারবিকিউ ধোঁয়ায় খুঁজে আঙুরগাছ আর পৃথিবীর যতো এক্সট্যাটিক মাদকদ্রব্য

শব্দের এই দুর্দশা দেখে বলি তুই ভালো জামাকাপড় 

পর, একটু মেকাপ কর!

শব্দ তুই ফ্রন্ট ক্যামেরা ধর, ভ্যাটকানো হাসি দিয়ে ছবি তুলতে থাক। তোরও প্রচুর ক্ষমতা কিন্তু, সেক্সটিং বৈচিত্র‍্যে মুঠোফোন এখন ধুন্ধুমার ডিজিটাল জাজিম;

মানুষ তোর জন্যই এটা ভাবতে আনন্দ পায় যে হাতের মুঠোয় বিছানা, হোটেলঘর নিয়ে ঘুরতেছে...


শুধু এইবার 

    তোর বদন, কাজলরতি চোখ

                 কবরখোঁড়া গালের টোল

 ওভাররেটেড চিবুক তিল 

              আর অন্যান্য সমস্তকিছু অপ্রয়োজনীয় করে তোলা গজদাঁত 

এসব কামোদ মাংসের ক্যাপচারে চেপে ধর থুতুস্নাত পৃথিবীর কলার!

             

শব্দ এরপর থেকে খালি থাপ্পড় মারে আর কয়

'শুয়োরের বাচ্চা কবি এইবার আমারে অমর কর'

Post a Comment

নবীনতর পূর্বতন