বিনীত নিবেদন

রিতা মিত্র


ঝিমিয়ে পড়ছে দুচোখ

ঝাপসা মোড়ের আড়ালে মৃত্যুর হাতছানি

কোথাও কোনো কালো বেড়ালের পারাপার ছিল না

একে- একে হারিয়ে যাচ্ছে বন্ধু-স্বজন

মাটির সোঁদা গন্ধ কি তাদের এতই প্রিয় ছিল?

না কী মৃত্যু কোনো অদৃশ্য উপহার এনেছিল!

ভাবো ভাবতে থাকো

ততক্ষণে বট থেকে  নেমে গেছে সময়ের ঝুরি

ঝুরিতে আটকে থাকে আলো, আটকে থাকে বাতাস

ফাঁকফোকর গলে স্মৃতিরা দেখা দিয়ে যায় হৃদয় আঙিনায়

নবরূপে নীড় বাঁধে স্বপ্নরা

আলোতে মুখরিত হয় ছায়াপথ

ভয় হয়, দামাল বাতাস যদি উঠোনে ঠিকানা জেনে যায়

বিনীত নিবেদন রেখে যাই

চৌকাঠ থেকে মুছে ফেলো আমার নাম।

Post a Comment

নবীনতর পূর্বতন