বি-গত

হেমন্ত সরখেল


এবার হৃদপিন্ড ছাড়ো, মন। 

পাততাড়ি গোটাও, হাওয়া হও-

ফুসসস্-

মস্তিষ্ক জানান দিচ্ছে - 'আবেগ?প্রেম? ধুসসস্ !'


সময় জানিয়েছে - এখন চলছে অভাবকাল

রক্ত তো বলল - ' কি দরকার? পলাশ তো রাঙাচ্ছেই ডাল!'

কালও বৃদ্ধাশ্রমের ভিতপূজো হয়েছে

কর্তাব্যক্তিদের হাতে সেখানে ইঁট শুয়েছে

মেয়েটা অবলীলায় 'ব্যাক হোম' হ'ল

আটশো স্কোয়্যার ফিটে 'লিভ-অ্যানাদার' রইল...


শব্দরা এখন শুধু স্পর্ধা ছাড়ায়

'মা' ভালো থাকায় স্বেচ্ছায় গর্ভ হারায়

মথে যাওয়া শরীর রোজ পবিত্র হয় ঘুণে

নির্লজ্জ 'বাপ' নয় লজ্জিত- 'বেজন্মা'- শুনে।


স্পেসটা অনেক ছোট, মুঠোতেই আঁটে

লালসা অঙ্কুর পায় ঊনষাট-ষাটে

স্পিডোমিটার এখন বাড়ে আর বাড়ে

প্রণাম-সেলাম হয়, বড্ড ব্যথা ঘাড়ে!


'করজোড়', 'প্রণিপাত' - ছলের শব্দ

'যত্ন'- 'আদর' - সব একেবারে জব্দ

বন কেটে ফর্সা, ধুনি রমাবে না 'সাধু?'

সময়ান্তে লোকে আর দেখে নাকো 'জাদু...' 

Post a Comment

নবীনতর পূর্বতন