টিকিট হাতে উর্বশী

রুবি রায়

কাল রাতে কবিতার খাতা খুলে দেখি স্থূলবতী উর্বশী 

বসে আছে | তার হাসি দেখেই বুঝতে পারি লাস্ট ট্রেনে মর্ত্যে আগমন |


চোখের পাতার নীচে মুখ থুবড়ে পড়েছে অপর্যাবৃত্ত

ধ্রুপদী তাল | একমুৃখী ঠুমকা থেকে জেগে ওঠে ফুঁপিয়ে ওঠা প্রতিবাদ |

সারা ঘর জুড়ে সপুষ্পক গন্ধ ! তার পদ্মনাভীর থেকে উঁকি দিচ্ছে এক অভিপ্রেত সবুজ শ্রী |


গর্ভে ইরেজার ঘষার কাজে পরাজয়ী Coreographer স্বর্গ.... উর্বশী Eleminated |

জো লাইনে জমে থাকা নোনা H2O তে কিছু সাধিত শব্দ জুড়ে , পাতাল রেলের টিকিট হাতে ধরিয়ে --


        আবার মর্ত্যে ফিরে আসি | 

আজও আমার টেবিলে পড়ে আছে উর্বশীর স্পেস-স্যুট |

Post a Comment

নবীনতর পূর্বতন