শান্তনু রায়চৌধুরী
১
দুর সে তো খুব দূর তো নয়
অনুচ্চ টিলা ঢেকে দিয়েছে পলাশ
কাছেই কোথাও মৃদুমন্দ কুহুধ্বনি
বসন্ত সমাগমে জাগছে আদিম অভ্যাস
২
অন্ধকার যদিও খুবই প্রিয়
তবু আলোর অভ্যাস সুবাসিত হলে
আমাকে প্রেম কিংবা মৃত্যুদণ্ড দিও
৩
শূন্যতা মানে ডাঁসা পেয়ারার গন্ধমাখা অলস দুপুরের প্রণম্য নীরবতা
যা তুমি মুখরিত করেছিলে ঠুকরে ঠুকরে আর নিঃসঙ্গতা লিখেছিল প্রথম প্রাপ্তবয়স্ক কবিতা
৪
তোমার কণ্ঠলগ্ন হয়ে
বুঝেছি কতটা দূরত্ব আছে ছুঁয়ে
চারপাশে প্রস্ফুটিত উদ্ধত পলাশ যত
সেও আসলে মিথ্যে বসন্ত
৫
আকাশকে কলঙ্কিত করে
দক্ষিণের ভাঙা জানালা
দেখিয়েছিল বৃষ্টিসম্ভাবা মেঘ
সৌজন্যবশত ফুল ফোটাতে মেলেছে ডালপালা
৬
পদ্মগন্ধ গায়ে মেখে যে বাতাস
জলের গল্প বলেছিল আগুনকে
পাথরকে দিয়েছিল বিগ্রহের আশ্বাস
সে সমস্ত প্রেম সমর্পণ করেছিল ফাগুনকে
একটি মন্তব্য পোস্ট করুন