গৌরাঙ্গ -ভ্রমণ

সমরেন্দ্র রায় 

ভ্রমণ সাহিত্যিকের কাজ ভ্রমণ করা। তিনি যেখানেই গিয়েছেন, সেখানকার নিখুঁত ছবি তাঁর কলমে এসেছে, গ্রন্থাকারে প্রকাশ পেয়েছে।  আমরা তাঁর লেখা পড়ে এমন ভাবে মন্থিত হয়েছি যে, সেইসব ভ্রমণস্থান যেন আমাদেরও চেনা হয়ে গেছে। এমনই তাঁর কলম-প্রতিভা। তিনি এখন চিরভ্রমণে আছেন, থাকুন তাতে আমার আপত্তি নেই। আপত্তি হচ্ছে স্ব-শরীরে আর কোন দিনও আপনার দেখা পাবো না - এজন্য এখন থেকে আপনার কর্মকাণ্ডের সাথে আপনাকে খুঁজে নেব।

আপনি শুধু ভ্রমণ সাহিত্যিক নন, স্বভাবকবিও আপনার চির পরিচয়। কবিতা ও সাহিত্যে আপনি চির স্মরণীয় হয়ে থাকবেন আমাদের কাছে। 

মানুষ হিসাবে আপনার স্বমহিম- মূর্তি আজও এবং আগামী দিনেও উজ্জ্বল হয়ে প্রতিফলিত হবে, একথা স্তুপ-মেঘের মতোই সত্য।

আমরা সকলেই আহত হয়েছি, আঘাত দিয়ে চলে গেলেন।  সকলেই একদিন চলে যাবো এ কথা সত্যি। তবে এই সত্য মেনে নিলেও কোথাও যেন হৃদয়ের অন্তস্থল মাঝে মাঝে কেঁপে ওঠে।  এখন থেকে আপনার কাজগুলো আমাদের কাছে পাথেও হয়ে থাকুক। আপনার চির ভ্রমণ সার্থক হোক। যেখানেই থাকুন ভালো থাকুন।  

Post a Comment

নবীনতর পূর্বতন