অবিশ্বাস, সন্দেহহেতু

নিত্য মালাকার

অন্যকে সন্দেহ করবার আগে নিজেকে সন্দেহ করো –
একথা কেউতো বলেছিলেন বটে কিন্তু,আমি চুল ছিঁড়ে
ভুরুসন্ধি ঘেঁটেও তাকে ঠিক মনে করতে পারছি না আদৌ
এতটাই দুঃস্থ পর্যুদস্ত আমি, - আমার আরোগ্য প্রয়োজন
আমার মনোনিবেশ প্রয়োজন হোমানলে আত্মনিবেশ
প্রয়োজন


এইসব তিরস্কার পরামর্শ শুনে আমি অভিভূজ কোণটির
আশ্রয়ে নিজেকে বাঁচাই বটে
কিন্তুঅবিশ্বাসবশত তোমাকে গোপনে
অনুসরণ ইচ্ছা আমার কিছুতেই যায় না

সক্রেটিসঃ হেমলক পানের পর

নটে পালং লাল শাক বা শিশু সর্ষে মুলো
এবং গেরস্থের রেস্ত-উপযোগী বাজার ও রাস্তার
হিরু বীরু বেলা কমলাবালা লক্ষ্মী যমুনাবালা
অন্নদা মাসিপিসিদের গ্রামের
সোহাগ স্নিগ্ধ হেমন্তের উত্তর শারদীয়া বার্তা
সব পেয়েছি বাজারের দেশে-
দেখে স্তম্ভিত নাকি বোবা কালা হয়ে
অবিমৃশ্যকারী,কূপমন্ডুক এবং শিশ্রোদয় প্রিয়-
সহসা বিবেকজাত টার্মগুলির ঐ মোহঘোর
খুঁজি ও থলেয় ভরি সকল অজর্জিতের সুখমায়া
ঘরে এসে দেখি-হাসছেন যিনি তিনি স্বয়ং
আর কেউ নন আমারই প্রফুল্লনন্দিনী জ্যানথিপি

শিরোনামহীন

নীরবতার কাছে ইদানীং নিচুমখ হয়ে বসে আছি
এখানে আমরা দুজন ছাড়া মনুষ্যসমাকুলতার
কিছু নেই
আমাদের সময় অখন্ড তবু তারপরও
তাকে এক ভেঙে দুই করি
আমরা পরস্পর মৃত ও জীবিত হই
আঁধারের পরিসর খুঁজি
আলাপ বিস্তার করি, উড়ি, গাই
ডানায় আগুন লাগে, হাসি হো-হো

Post a Comment

নবীনতর পূর্বতন