বিয়ার গীত

সুবিমল বসাক


ম্যায়ার মা লো পেঁচুরনি

ম্যায়ার বিয়া দিবি নি

ম্যায়া বইলো নদীর কূল

ফুইট্যা উঠলো চাম্পা ফুল

চাম্পা ফুলের গন্ধে

জামাই আইলো আনন্দে

খাওরে জামাই বাটা’র পান

সোন্দরীরে কর দান

দানে বইলা পাইলা কি

হুতার কাপড় হরতোকি

ম্যায়া আমার দুধের সর

কেম্‌তে লো ম্যায়া করবি পরের ঘর

পরের পুতে মারবো

ভাই গিয়া দেইহা হাইবো

বাপে গিয়া লইয়া আইবো।


পীরিত-পীরিত

সুবিমল বসাক

“পীরিত-পীরিত” কইব্যা চিল্লা-চিল্লি পাড়লেও

কেউ আইয়া জিগাইবো না : ” আমি তোমাকে ভালোবাসি।”

দিন-দিন তুমি যতই হ্যাংলা হইয়া পড় না ক্যান

ছাপানো কারবারে

কমবয়সী ম্যায়া আইয়া কেবল কইবো : “তোমাকে ভালো লাগে”

আর ঠোঁট জুইব্বা হাসবো।

শরীল-বিজ্ঞান এই হগল লেহাপড়ি করনের বাদে

জানছি “হৃদয়” কইব়্যা কিচ্ছু নাই

কেবল রক্তের লোড় পাড়াপাড়ি, মাংস, রগ-শিরা এই হগল—

মগজের ব্যাপারহান জাইন্যা যাওনের বাদে

আমি জানছি, পীরিতের মরণ ঘটছে

অহন সর্বত্রই “ভালো লাগাই” ঘুরিফিরি করতাছে

তুমি যতই দিন-দিন হ্যাংলা হইয়া পড় না ক্যান—

এউগা যন্তন্না আমারে বার বার চোট মারতে থাকে

নষ্ট করনের মতোন অহন আমার হাতে “সময়-ওত্তো” নাই।

Post a Comment

নবীনতর পূর্বতন