আমাকে ডুবিয়ে তোর গতিপথ
 

স্বপন দত্ত 


    অমিতা বলেছিল ঘরে ঢুকে তোকে না দেখতে পেলেই কেমন পাগল পাগল লাগে।  তারপর যখন তুই কয়েকদিন বাদে 

তুই যখন ঢুকিস মনে হয় তোকে মেরে ছিঁড়ে খিমচে খেয়ে নিই। তোর তখন সবকিছু  গোপন ছিঁড়ে ছিঁড়ে উড়িয়ে  দিতে পারলে আঃ কি যে আরাম।

হ্যাঁরে শালার মূর্খ বন্ধু এখন যখন ঝাঁকঝাঁক চাষী শীতক্ষেত্রে নতুন এক সূর্য জ্বেলে নিজেকে বাঁচাতে আমাকে বাঁচাতে অমিতায় নিবিড় জলধারা বাঁচাতে জমাট অন্ধকার দরজার পাল্লা ধরে ধাক্কাচ্ছে তখন তুই তোর ঝাঁকড়া চুল কপাল মস্তভূমি চোখ নাক মোটা ঠোঁট শান্তভূমি হাসি নিয়ে কোন্ সে বেপাড়ার বৃত্তে বসন ছাড়ার নেশায় পাড়ি জমালি।


কেন রে মৃত্যুপোকা কোথাকার মনশব্দ বিচ্ছিরি প্রাকৃতিক সমাজসেবায় থেঁতলে থেঁতলে চুপ করিয়ে রাখলি কেন নীরব থেবড়ে থাকা সঙ্গম কালচে গরাদঘর দেয়াল ফাটিয়ে চীৎকার করে উঠলি না - আমাকে পোড়াও নরম মাটিঘাস দুবুক জ্যোছনা জীবন জড়ানো নীড় দাও ওইখানে হ্যাঁ হ্যাঁ ঠিক ওইখানে আমি মুখ গুঁজব দুধঘাম ঝিকমিক হাজার লক্ষ নাচন শুনব


   দ্যুর্ দ্যুর্ এসব কিছুই অতৃপ্ত অস্থিরেই রইল মহাকাল এল ডাকল তুইও অমনি হৃদয় নিংড়ানো এ মজার আকাশখেলা ছেড়ে...


বুঝেছি মানে মনে হচ্ছে কিছুটা হয়তোবা বুঝতে পারছি এই সাহিত্য সংস্কৃতির অট্টহাস্য আবর্তন সাজানো গোছানো মুখোশের আড়াল ফুঁড়ে ফুঁড়ে তুই গোছা গোছা শিকার শিকারীদের চিনে ফেলেছিলি। কিন্তু তাই বলে এক ঢোক কলকে ফুলের  মধু থেকে বানানো চোলাই না গিলে নিদেন তোরই জন্যে সেই কৈশোর থেকে এখনও এই ষাটের তুলসীমঞ্চেও কিশোরী থেকে যাওয়া আদারে ব্যাদারে ঘুরে বেড়ানো মেয়েটার বুনো মালা গাঁথা ঠোঁটে হাতে গরম ছ্যাঁকা একটা অন্ততঃ একটা খুনচুমু...


কিরে ওয়াক আসছে।  তাহলে এক কাজ কর। পৃথিবীর হ্যাণ্ডেলের সাথে তোর হ্যাণ্ডেলটা যোগ দিয়ে জোর তালে হর্ন বাজা। নরম কি নরম বিদ্যুৎ সোয়াদ চামড়ায় মোলায়েম কি মোলায়েম মোলায়েমে গড়ান বেয়ে বেড়িয়ে নাকি শুয়ে রিংটোনের পর রিংটোন... 

আহা ক্রমেই তুই মেঘলা বিষাদ থেকে স্বাভাবিক সহজ আদিম হাঁটুজল থেকে ক্রমেই লুকোনো গোপনগহনে প্রবহমান...

আর ওপার তিরতির আকাশে এটুকুও না পারলে ক্যানেস্তারা বাজিয়ে পটকা ফাটিয়ে শূন্যতা নেশা চিরে বর্ণহীন লীন পার থেকে এই এই যে নুনটকঝাল মুড়িমশলায় ঘিনঘিনে স্বাভাবিক খিস্তিমার্কা অবিরাম গর্ভবতীর গর্ভপাতে বিড়ির পুঙক্তিতে টানশেষ টিঙটিঙে উঠোনে কিন্তু আমি নামিয়ে আনতেই পারি।


এ নীলচে সবুজ অন্ধকার সম্ভাবনাটাকে হেসে হেগে হালকা করে উড়িয়ে দিস না বালের মানুষকে ভালোবাসা মৃত্যু-খ্যাপা আমার

Post a Comment

নবীনতর পূর্বতন