ভিয়েতনাম 
অনুবাদ : অভিজিৎ পালচৌধুরী


"এই মেয়ে তোর নাম কি ?" " আমি জানিনা" 
"তোর বয়স কত ?" "তোর বাড়ি কোথায় ?"  "আমি জানিনা" 
"তুই গর্ত খুঁড়েছিস কেন ?" " আমি জানি না" 
"তুই কতদিন লুকিয়ে আছিস ?" " আমি জানিনা" 
"তুই কি জানিস না আমরা তোকে মারবো না?" "আমি জানি না" 
"তুই কোন দিকের ?" " আমি জানিনা "
"এটা যুদ্ধ, তোকে বাছতে হবে।" "আমি জানিনা" 
"তোর গ্রাম এখনো টিকে আছে ?" "আমি জানিনা" 
"ওরা তোর বাচ্চা ?" " হ্যাঁ"


মূল কবিতা : Vietnam 
কবি : Wislawa Szymborska উইসলাওয়া সিমবোরস্কা (১৯২৩ - ২০১২) পোল্যান্ডের কবি। ১৯৯৬ সালে সাহিত্যে নোবেলজয়ী ।

Post a Comment

নবীনতর পূর্বতন