প্লাস মাইনাস

পিনাকীরঞ্জন সামন্ত

প্লাসে প্লাসে প্লাস/প্লাসে মাইনাসে  - মাইনাস

মাইনাসে মাইনাসে প্লাস - হক কথা - অঙ্কের ধ্বনি -  বৃষ্টিতো পুষ্পিত শ্রাবণ 

আবার বউ কথা কও - টুনটুনি বুলবুলি দিগন্ত প্রসারিত কাশ আকাশ নিরাকার ।

 তবু বালান্স সাইকেল থেকে থেকে

হেসে ওঠে আমার প্রতিনিয়ত অনুভব । 

শিশু তুমি কাঁদো - জোরে জোরে কাঁদো 

দ্যাখো

Post a Comment

নবীনতর পূর্বতন