শালিক 

নিখিলকুমার সরকার

শালিকতিনটে রান্নাঘরের চাল থেকে

উড়ে গেছে ত্রিগুণধারক

ওই বৃক্ষশাখায় 

সমূহ বিমুখতা নিয়েই 

ওরা মুখোমুখি ----

সংলাপ-মুখর নয় 

কিংবা স্তব্ধতায় মুক, প্রকৃতপক্ষে 

এটি একটি সম্ভাব্য 

কবিতার স্কেচ 

#

যদিও এই ত্রিকোণ প্রেমের দৃশ্য 

শেষ - অব্দি কবিতায় 

উত্তরিত হবেই ---- নিশ্চিতভাবে

তা বলা যায় না 

আর শালিকতিনটে যে যার  মতো 

প্রাণপণ 

এই অনিশ্চয়তাই

পেরোতে চাইছে


তালপাতার সেপাই 
ক্রমাগত প্রতিরোধ করতে করতে
একসময় নিজেই 
অপ্রতিরোধ্য হয়ে ওঠে 
তালপাতার সেপাই 
#
কল্প এবং বিকল্পর মধ্যবর্তী
নো-ম্যানস ল্যান্ডে
সেপাইয়ের অস্পষ্ট তাঁবু 
তাঁবুর শীর্ষে সর্বক্ষণ 
একটি পতাকা
উড়তে দেখা যায় 
#
পতাকাটি ঠিক কী রঙের 
তা নিয়ে রংবাজ 
বিশেষজ্ঞদের মধ্যে তীব্র মতভেদ 
বিদ্যমান জেনে 
তালপাতার  সেপাইয়ের 
খুব হাসি পায়, নানারঙের
সেই হাসিগুলি ওড়ে 
শীর্ষপতাকায়


একলব্য স্যার
তৈলাক্ত বাঁশে বাঁদরের 
ওঠা-নামা থেকে 
উদ্ভূত অঙ্কগুলির সমাধানসূত্র
খুঁজতে খুঁজতে একসময় 
একলব্য স্যার
স্বেচ্ছায় অবসর নিলেন 
#
এখন তিনি বাঁদরের সঙ্গে
দিনরাত্তির
তৈলাক্ত বাঁশটিতে ওঠানামা 
প্র্যাকটিস করছেন ----
এক গোপন ডেরায় 
মাস্ক পরিহিত 
তার এই বাঁদরামিযাপন
ভাইরাসের মতো ভাইরাল 
সোশ্যাল মিডিয়ায় 


পাসওয়ার্ড 
অবিশ্বাস্য মনে হলেও 
সত্যি এটাই ----
একটাই পাসওয়ার্ড, ফোর ডিজিট 
আলো খুলে যায়, অন্ধকারও 
কেউ জানুক না জানুক, ভুবনডাঙা 
তা সম্যক জানে 
#
খিদে পেলে ভুবনডাঙা 
কবজি ডুবিয়ে চেটেপুটে খায় 
উষ্ণ আলোর  শরীর 
আবার পরমানন্দে
জ্যোস্নার গ্রেভিতে ভাসমান 
রাত্রিপক্ব অন্ধকার কাঁটায় গেঁথে 
তুলে নেয় ডিনার প্লেটে

Post a Comment

নবীনতর পূর্বতন