ভৈরবী

সংযুক্তা পাল


অসুখের পরে...

এক থালা সম্ভোগ


মদের গন্ধ- 'ম' 'ম' জীবন

কপালে মন্ত্রপুতঃ সিঁদুর


অমাবস্যা রাতে শবগুলো নেড়েচেড়ে

ভেতরে ঢুকে পড়ে ত্রিশূলের ফলা।


পঞ্চভূতে রাঁধে-বাড়ে, ষড়রিপু খায়,

বশীকরণ 

বেদনা জাগায়


ফলন্ত গাছ আর জলে ভরা নদী

মাছ ধরে প্রেতাত্মা সুন্দরী


শ্মশানের কাঠ জ্বেলে

ভোর আনে ভৈরবী

তান্ত্রিক লিঙ্গে...

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন