কলমের শোক

রিতা মিত্র


অনেক শান্ত নদীও নিজের বুকে বয়ে বেড়ায় চোরা স্রোত

স্রোতে মিশে থাকে বেদনার শব্দ। 

শব্দময় জীবন বা জীবনময় শব্দ,। 

   শব্দই জীবনের সম্বল। 

আর এই শব্দ নিয়েই কলমের জীবনযাত্রা

লাল, নীল সবুজ কালো যে রঙেই কালি হোক, শব্দের পর শব্দ সাজিয়ে খেলায় মাতে কলম। 

মিথ্যে কে সত্যি, সত্যি কে মিথ্যে প্রমাণ করে, 

এক মায়া জালের রচনা করে শব্দ, 

কাউকে কাঁদায়, কাউকে হাঁসায়। 

সহস্র প্রতিভা কলমের। 

কিন্তু তার দৌড় কতটা, কেউ কি

 জানে। 

আসামির কে মৃত্যুর সাজা শুনিয়ে, 

একটি কলম কে দেহ রাখতে দেখেছি।

Post a Comment

নবীনতর পূর্বতন