সংখ্যা চলাচল
 

সমরেন্দ্র রায় 

সংখ্যাতত্বের উপর কেউ কেউ বড়োই আনত হয়ে পড়েছে। যত রকমের আগুনচোখ বিস্ফার -অভিমুখ, রোপণ করেছে ব্রহ্মান্তর। এর কোনো জলাধার নেই। আমাদের আশা -আকাঙ্খা শোক-দুঃখ ব্যবহৃত -প্রণয় দুশ্চিন্তার অসহ অভিঘাত ভেঙে গেলেও অন্তরে মেখেছি বালুকা প্রস্রবণ। টিপটিপ পা ফেলে বেছে নিচ্ছি খসে যাওয়া ঘুঙুরফল। 


চুপিসারে বিয়োগ এসে সংঘাত জড়ায়। যোগ-এর আকার বদলায়। ধীরে ধীরে নামে আবহবিকার। অদ্ভুত দোলাচলে কখন যে শূন্যকে আঁকড়ে আছি, চেয়েও দেখেনি অবিরাম চোখফলক।


Post a Comment

নবীনতর পূর্বতন