একাদশ কবিতা

তন্ময় চৌধুরী 


এরপর ক্রমশ্য দূরে দূরে গেছি 

প্রেম নেই যন্ত্রণা নেই 

কেবল ভাত ঘুমে স্প্ন দেখেছি 

তুমি 


 রাঙা নখ থেকে উতলে উঠছে দুপুর 


 গনিতের সমাধানে 

বেরিয়ে পড়ছে  সমস্ত সন্দেহ 

সম্পূর্ণ মতলবহীন কোনো প্রেম 


তুমি আর আমি এক নই 

তবু ভালোবাসা ভাঙে না, ভাঙা যায় না 



কতগুলি বিয়োগ চিহ্নের উপর প্রশ্ন চিহ্ন 

যারা চলে গেছে তাদের মধ্যে তুমি 


আভি আর শোক সভা নয় 

উবুড় করে রাখো প্রেম 

চোখে হারানোর গল্প বেঁধো না 

দূরত্ব বাঁধো,

 পাঁচিল বানিয়ে 



দত্ত আমাদের পরিচয় সোশ্যাল মিডিয়াতে 

এখন তুমি আমার শত্রু লিস্টে বন্ধু হয়ে আছো 

তবু তুমি বন্ধু 

চলো আমি আসছি 


কতটা রাত্রি ফুরালে দিন হয় বুনি 

জানা নেই, ঘুমিয়ে থাকি 

কেবল ঘুমের আঁচল খুলে দেখি কচি ভোর 


আসবে, স্বাগত জানাই 


১০


পান্ডুলিপি খুলে খুলে কেবল বিরোধীতা

নিজের বিরুদ্ধে 

এই সবই ভিতর রহস্য 


তবু থাকে পায়ে হাঁটার শব্দ.....


Post a Comment

নবীনতর পূর্বতন