১। একটি লাল কালির কবিতা

 রুবি রায় 

নাভির অগ্নিপরীক্ষায় , শব্দরা জেগে ওঠে |

        কশেরুকা পেঁচিয়ে নীলকন্ঠ স্বাবলম্বী |


4th subject - এ শুয়ে , সূক্ষকোণ থেকে 

        শোনা যায় তীব্র হুইসেল |

        বুকে একটা ইনডিকেটর |


ভার্জিন স্লোগানের মুখ থেকে ঝোলে --

      অর্ধনগ্ন খাবার ...... 

যার পরিসীমা (১৫,২০০+৭,৫১৭) কিমি. পেরিয়ে যায় |


উলঙ্গ ক্রোমোজম গুলি সর্বসমতার চুম্বনে 

     যদি পাগল হয়ে ফেরে --


সেদিন চরকার বুকে স্থানীয়মানে বিস্তার হবে 

     ( দেশ) ( লাই) এর বারুদ |


শুভ জন্মদিনে অশোকের কপালে মাটি লেপে দেব |

  হাতে দেব ঘড়ির ব্যাটারি আর উন্নত চার্জার 

                                   পানকৌড়ি নিপাত যাও |



২। একটি আসন্ন মানের কবিতা

রুবি রায় 

স্টিচ বোতাম থেকে উঁকি মারে 

অনুজাত প্রেমের রাসলীলা ।


প্রতিশ্রুতি গুলো 6cm. লাইনে দাঁড়ায় |


তারপর উপছে পড়ে পাতা গুলো ডাস্টবিন থেকে রাস্তায় |


দাঁত ক্যালানো ভাবনাগুলো 2cm. এর বেশি না এগিয়ে , নাভিতে XXL লালাক্ষরণ করে |


কর্মকে ধর্ম বানিয়ে মান দাঁড়ায় 1cm .

নাবিকের যন্ত্র কী হাত ধরতে পারল ?


অতএব , আমাদের আসন্নমান সমান |



৩।তেলে ভাজায় মিশে থাকে


ক্লোরোফর্ম মেশানো লেখাগুলো --

মেরুদন্ডকে উষ্ণতা দেয় ....এক জোয়ান চিবানো মুহূর্তে |


চোখের সামনে কতগুলো  রঙিন বুদবুদ ...

তার মধ্যে অঙ্কুরিত -- প্রেসার ফলের বীজ |


                                              ভালো লাগে |


নিকেল করা প্ল্যাকার্ডের মাঝে যখন দেখা যায়

জীভ চেরা প্রাণ | বিপ্লবের রং নীল |


ঝুলবারান্দা থেকে Philosophy

পড়ে থাকা ছেড়া স্যান্ডেল , টিট ফর ট্যাট 

কিছু কালি-কলম |


নবরত্নের রুবি সেজে বিপ্লবের বুকে চন্দন কাঠ |


                                                    ভালো লাগে ....

যখন ফ্যাট মেশানো তেলে ভাজায় মিশে থাকে 

এদেশের কিছু হবে না |


৪।শেষ অবধি অপেক্ষা করুন

রুবি রায় 

কতৃকারকের সমস্ত ওডোমস মাখানো তীর , আমার কাছে পদানত ।


ঝুমকোর ডগায় পুং আলজিভের মিথ.....


দোদুল্যমান অবস্থায় Exclamatory ভাবে জারিত হয়ে প্রথম গ্যালিলিও আবিষ্কার কার্যে মেতেছিল ।


সন্ত্রাসী খননকর্মে  কারনিভোরাস বীজগণিত 

এখন গরান ফুল রং । 


ট্রাম লাইনের ব্যর্থতাকে উথলে দিয়ে আদিখ্যেতার রসে চোবানো লাভ সাইন বুঝেছে --


উভয়লিঙ্গের  কচি স্বর তোমার জন্য উপযুক্ত --- 

                   মা কালির দিব্যি !


     চিটিংবাজ ।


Post a Comment

নবীনতর পূর্বতন