রোলকল সিরিজ

 -প্রভাত চৌধুরী

(ছবি: বিপ্লব দত্ত)

¤ রোল নম্বর ওয়ান

স্কুল ইউনিফর্মের বাইরের দিকে একটা লেমন মুগ্ধতা

রি-ডায়েল করে দেখুন , লেমন-কে বদলে

অলিভগ্রিন করা যায় কিনা


মুগ্ধতার রং লেমন কিংবা অলিভগ্রিন যা-ই হোক কাঠবিড়ালিটির কিছুই যাবে আসবে না

তাকে প্রমোট করার জন্য

উপস্থিত হবে একটি ডিঙিনৌকা

রোল নম্বর ওয়ান-কে কেউ যদি ধাক্কা দিয়ে 

জলে ফেলে দ্যায়, তাহলে

ডিঙিনৌকা একাই একশ

ওয়ান-কে ওয়ানেই রেখে দিয়ে ওভেনের দিকে যেও


¤ রোল নম্বর টু

রোল নম্বর টু-এর একটি ব্যক্তিগত ম্যাজিক লণ্ঠন আছে , সেই লণ্ঠনের কাচে বেশ কয়েকটি

ইনকামিং কল অপেক্ষা করে আছে

এসব কথা ঈশপ লিখে যাননি , লিখে যাবার

সুযোগও পাননি ,ডিকেন্সও পাননি

টম -ডিক- হ্যারিরা পেয়েছিলেন কিনা 

তার জন্য R T O অফিসে যেতে হবে



কেননা হাসিমারা যাবার বাস আগামীকাল ঠিক

কখন আসবে আর কখনই বা ছাড়বে

তার ওপর নির্ভর করছে রোল নম্বর টু-র উইক এন্ড


¤ রোল নম্বর থ্রি


রোল নম্বর থ্রি কখনোই একাকিত্ব বোধ করে না

তার বাঁ-পকেটে একটি বদ্রিকা ঘুমিয়ে থাকে

আর ডান পকেটে বেশ অনেকগুলি কাচফল

প্রতিদিন নিয়ম করে বদ্রিকাটির ঘুম ভাঙে

থার্ড পিরিয়াডের পর ,আর ফোর্থ পিরিয়ডের পর

পকেটের কাচফলগুলি তাদের পারিবারিক

তরজাগানটি গাইতে শুরু করে



রোল নম্বর থ্রি যতটা সম্ভব ওর পকেটদুটো সম্পর্কে

উদাসীন থাকার চেষ্টা করে, লেকসাইডে তাদের যে

পারিবারিক কটেজটি আছে তার আশেপাশে

অনেকগুলি লাজুক শালুক ফুটে আছে

আশেপাশে শালিখরা এতশত জানে না 

সে ঘোলাজলে মাছ ধরে


¤ রোল নম্বর ফোর

হস্ চিহ্ন-কে একবারও ব্যবহার না করে রোল নম্বর ফোর অনায়াসে পার হয়ে যায় দ্বিতীয় পানিপথ

এটুকু মাত্র রিমেমবারে রাখতে সক্ষম হলেই

শরীর থেকে স্পেক বা স্মল স্পটগুলি

মিলিয়ে যাবেই নিজে থেকেই

আর তারপর সে হেঁটে যাবে মধ্যযুগে

নাইটদের দ্বন্দ্বযুদ্ধের এরিনায়

ওখান যে দারুবৃক্ষটি দীর্ঘকাল দাঁড়িয়ে রয়েছেন

তার অনুমতি পেলেই রোল নম্বর ফোর

স্পিডপোস্টে পাঠিয়ে দেবে তার ন্যাভিগেট

ঠিক তখনই রোল নম্বর ফোর সম্পর্কে নতুন করে

একটা ওভেবপেজ খোলা হবে


¤ রোল নম্বর ফাইভ

রোল নম্বর ফাইভ সম্পর্কে যে লিজেন্ডটি চালু আছে তাকে বিরক্ত করা ঠিক হবে না

তার থেকে বরং দড়ির নটগুলির সঙ্গে আলাপচারিতা

করা যাক , আসন্ন অভিযানে কাজে লাগবে

এখন ফরম ঠিক রাখার জন্য খরগোসের বাসাটির খোঁজ করা যায়

রোল নম্বর ফাইভ তার ফিটনেশ নিয়ে তৎপর


আর ' তৎপর ' -এর পরে পরেই ' তৎক্ষণাৎ ' 

এসে পড়লেই ঝুলনপূর্ণিমার আয়োজন



তার আগে বনসৃজনের কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কিনা তা জানা

রোল নম্বর ফাইভের এটিও একটি রুটিন কাজ


রুটিন কাজের বাইরে অনেকগুলি জার্সি

এখন কোনটি রোল নম্বর ফাইভের পছন্দ হবে

তা কিন্তু রোল নম্বর সিক্সও জানে না


¤ রোল নম্বর সিক্স

রোল নম্বর সিক্স অনেক কিছুই জানে না

এই না-জানার কারণ অনেক কিছুই তাকে জানানোই হয়নি , প্রথম দুটি পঙ্ ক্তি-তে ' অনেক কিছুই ' এসে বসে পড়াটা অ্যালাউ করাটা ঠিক হয়নি

সিক্স 2 দ্বারা বিভাজ্য বলে

রোল নম্বর সিক্স কখনোই কোনো প্রতিবাদ করে না 

রিফ্রেকশন দেখে বুঝে যায় জলের গতি কোনদিকে

দক্ষিণায়ন হলে জলের বিপরীতে ওঠে

আর উত্তরায়ণে সে জলের সঙ্গে নামতে থাকে


এর সঙ্গে আহ্নিকগতির কোনো সম্পর্ক খুঁজতে যাবেন না , রোল নম্বর সিক্স এমনিতেই দিগ্ ভ্রান্ত


¤ রোল নম্বর সেভেন

রোল নম্বর সেভেন-কে আমি কেন জানি না

অবিশ্বাস করি , এই অবিশ্বাসের পিছনে

কোনো জলহস্তীদের রূপকথা যুক্ত নেই

যুক্ত আছে  স্বর্গসুখ



যাঁরা ভাবছেন এরপর দেবরাজ ইন্দ্র

স্বর্গ থেকে রথে করে পাঠিয়ে দেবেন বৈভব

তাঁদের ' ভাবনা ' -কে ভবসাগরে ভাসিয়ে দিলাম

রোল নম্বর সেভেনের সন্তরণ প্রতিযোগিতা কোনো

পদক নেই, , পদাধিকারী একজন বন্ধু ছিলেন


এখন ঘড়ি নিয়ে অপেক্ষা করুন , আপনাকে

ব্রেকফাস্ট করতে হবে তো


¤ রোল নম্বর এইট

রোলকলের সময় সকলে যখন ' ইয়েস স্যার ' বলত

রোল নম্বর এইট বলত : ইয়েস প্লিস

কাজেই ধন্যবাদ দিয়ে শুরু হয়ে গেল কবিতাটি

এতে ধন্বন্তরি মহাশয়ের কার্যক্রম অনেক সহজ হয়ে গেল,আমরা আরো জানি রোল নম্বর এইটের

ধনুর্বেদ পড়া আছে , পড়া না পড়ার ওপর

নির্ভর করে না নবজাগরণ

আশেপাশে কোনো পাওয়ারলুম চালু আছে কিনা

খোঁজ নিয়ে দেখতে হবে



 সান্টাক্লজের আসার সময় হয়নি এখনো

রোল নম্বর এইট জানে , আর জানে বলেই

ইন দ্য লং রান সেন্ট বার্নার্ড নামক কুকুরটি এসে

যে তাকে রক্ষা করবেনই এটা সে বিশ্বাস করে


¤ রোল নম্বর লাইন

রোল নম্বর নাইন কখনোই খালিপায়ে ফুটবল খেলেনি

 

তার জানা আছে বুটের জিওগ্রাফি

তথা জিওমেট্রি , যতই হম্বিতম্বি কর

তা এই আয়তক্ষেত্রটির মধ্যেই করতে হবে

কান-কে সজাগ থাকতে হবে বাঁশি-শব্দের জন্য


রোল নম্বর লাইনের একটি ব্যক্তিগত পিডোমিটার আছে , যার সাহায্যে সে জানতে পারে তার পদক্ষেপ

আর তা জানার পর দেখে নেয় দিকনির্দেশক যন্ত্রটি


যেতে তো হবেই ,যাবার জন্য জুড়িগাড়ি আসবে তো


¤ রোল নম্বর টেন

 রোল নম্বর টেন-কে বাড়ি ফেরার সময় প্রতিদিন

নামতে প্রান্তিক স্টেশনে ,প্ল্যাটফর্ম ডানদিকে

বাঁ-দিকের একটা বাড়িতে একঝাঁক মোরগঝুটি

ফুটে থাকে ,নামার পর সেগুলি

চোখে ভূস্থান থেকে চলে যায় ভিন্ন গোলার্ধে

রোল নম্বর দশের নিজস্ব একটি পাথ

বা পায়ে-পায়ে তৈরি পথ আছে

সেই পথেই ফোটানো হবে মোরগঝুটি

মনে রাখবেন ফুটপ্রিন্টগুলি , পেজমার্কগুলি


রোল নম্বর টেন দশজনের একজন মাত্র


Post a Comment

নবীনতর পূর্বতন