সাদাকালো নক্ষত্র

কল্যাণ চট্টোপাধ্যায়


একটা সাদাকালো ছবির ভেতর আমি

নক্ষত্রদেশের মানচিত্র এঁকে যাবো

#

দীর্ঘ পরিক্রমণের পর এক চিলতে বিশ্রাম---

#

ফ্ল্যাটের ঝুলবারান্দায় রাখা লালচেয়ারে

যখন অবিশ্রান্ত হাওয়া লাগে আর

মন দুলে ওঠে নতুন ছন্দে

তখন আকাশকে খুব আত্মীয় মনে হয়

#

বিষণ্ণ, একা থাকাটাও এখন একটা বিনোদন

#

আকাশকুসুম ভাবার চিন্তাটাও এবার কমে আসছে

বন্ধুদের স্পর্শ ক্রমশই হালকা থেকে ফিকে হচ্ছে

চোখের অন্তর্গত রামধনু

অন্ধকারের ভেতর প্রশ্নচিহ্ন রাখছে

#

মন শুধু সরীসৃপের মতো জল ছুঁয়ে বুঝছে

গভীরে কোনো স্রোত আছে কি নেই

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন