রুমাল

সুশীল হাটুই


আমার নীল রুমালটির ঈশান কোণে

একটা গোলাপ ফুটে আছে। এই গোলাপটির

গর্ভকেশর থেকে সারাদিন-ই ন্যাপথলিনের

গন্ধ ভেসে আসে।


যদিও আমার সাদা রুমালটি অন্ধ,

তবুও জ্যোৎস্না উঠলেই সে সন্ধ্যাতারাকে

সনেট শোনাবে বলে, কালপুরুষের কাছে

তার ঠিকানা জানতে চায়।


আমার সবুজ রুমালটি LOVE UNIVERSITY

থেকে জুঁই গন্ধের ওপর পিএইচ.ডি.

করেছে। অথচ তার ফ্রেন্ডলিস্টে কোনো

ভ্রমর নেই।


আমার ৩ টে রুমাল যখন একসাথে জড়ো

হয়, তখন ওরা শুধু রুবাইয়াতের কথা বলে।

আর এতেই আমার কাছে স্পষ্ট হয়ে যায়,


ঘামের গন্ধ চূড়ান্ত আপেক্ষিক...


Post a Comment

নবীনতর পূর্বতন