থাবা

মন্দিরা  ঘোষ 

১.

থাবার নিচে আটকে নিটোল জ্যামিতি

পঞ্চাশ ভাগ মাটির কাছাকাছি কে বা কারা 

ফেলে গ্যাছে  ভ্রূণের অনুভূতি 


নাভিতীরে ঝিনুকের চেরা দাগ

 সবুজ মিথের দলা দলা কৌতুহল  


৯০°  অন্যমনস্কতার কোণে

ভেঙে যাচ্ছে ডুগডুগির বাজনা

সারা পৃথিবী  নেচে ওঠার আগে

গাছের নিচে জিড়িয়ে নিচ্ছে বাঘ

 

মাফলারে জড়ানো টুকরো টুকরো

  শীৎ এর যোগফল 

পেশির   নিচে থিকথিকে বশংবদের গুণিতক 

ভাগফল  গুটিয়ে  নিয়েছে হাত


সহজ পেরিয়ে পেরিয়ে বিয়োগ বার্তা

পৌঁছে  গ্যাছে ঘোরানো সিড়িতে


একটা  ঠান্ডা সকাল মিশে যাচ্ছে

চায়ের লিকারে

 ল্যাম্পপোস্টে আটকে ঘুড়ির আকাশ

গুঁড়ো গুঁড়ো বিস্কুটের কড়চায়

 যোগের অঙ্ক কষছে  থাবা


৩.

ওরা থাবার নিচে ভাগ করছে যোগ

মাংসের পোশাক খুবলে খাচ্ছে  নখের গুনিতক

রক্তের প্রতিবাদ ভেঙে বেরিয়ে যাচ্ছে স্রোতের সমকাম


ফুরিয়ে আসছে প্যারাফিনের আলো

 ১৮০° কোণে আঁকা অন্ধকারে

 দাঁড়িয়ে  চিরুনিকথার বিকেল

রাতের গর্ভস্রাব ভেঙে উঠে আসছে 

অপুষ্ট সকালের চরিত্ররা

ধুলোয় মিশে যাচ্ছে রোদের অনুভূমিক কোণ

Post a Comment

নবীনতর পূর্বতন