কবিতার ইয়ার্কি
 

অভিজিৎ পালচৌধুরী


তুমি মানেই দেশ 

আমি মানেই শত্রুতা !


তোমার দানে শান্তি আর 

আমার গানে হিংস্রতা !


তুমি ছুঁড়বে গুলি-গোলা

আমার শুধু পাথর

কান্নাজলে জমানো যে

প্রতারণায় কাতর !


তোমার হাতে শাসনযন্ত্র

আমার খিদে বাঁচার

খিদের কোনো শাসন হয় ?

রুটি কী তোমার একার !



তুমি মানেই সংহতি 

আমি মানেই সন্ত্রাস !

তুমিই যখন গণতন্ত্র 

আমি বোবা ইতিহাস !


তোমার আমার অসম-যুদ্ধে 

এই কবিতাটুকুই পরিহাস !

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন