সংসারলিপি

বিশ্বজিৎ দাস


১.

মেঝেতে গড়িয়ে পড়া এই আমাদের ভালোবাসা

আভাষ যে নেই, 

তবু পালঙ্কে লেখা শুভবিবাহ


চওড়া খাট হলে হবে কি! পুরাণ শূন্য মিথ

আর

রাই বালিশের পচন বিকার বেড়েছে নিশ্চিত!


এ লগন ভরতুকি দিয়ে কিনছে নিরীশ্বর দেহ

বাঘের আঁচড় লাগে সংসারে, সনাক্ত করো ধৃত


পায়রা ভ্রান্তি ভুলে থাকে, যেভাবে সাবান!


২.

ফুলশয্যা থেকে বারোটি ট্রেনের প্রতিশ্রুতি যেন

জ্ঞাপনপত্র! 

খোঁয়াড়ে যেমন ঘোমটার বহর সে,


প্রণালী মেনেই মুদ্রাস্ফীতি চুক্তিপত্র যৌনমন...

মৃতপাখি, নেই যে এখন আর নাম


অবাধে শাড়ির ঘেরা অপচিতি সাপ...


৩.

প্রচারে খামতি না রেখে রসিদ প্রদান

স্বামী-স্ত্রী সুষম রোজ অন্ত্যমিলে নাচে


ওঠানামা শীর্ষদেশে বারোটি বছর স্বাদ হল

বীজের আড়াল থেকে কুসুম শুকোলো


মেরুপ্রদেশ শীতের অনুষঙ্গ ভেঙে একদিন

পদ্ম নাই পদ্ম নাই

হে লুপ্তপ্রায় খোলস বিরতি সকল...

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন