সর্পিল পথের মজা

চাঁদ রায়

সর্পিল পথে মজাটাই আলাদা

লঘু মস্তিষ্কের খেলা যেন

বাম ডানের তুল্যাঙ্ক সাম্যে

তোমার আমার রৈখিক প্রেম

বাধা মানতে বাধ্য নয়

বার্ধক্য আসতে বিলম্ব ঘটায়

সর্পিল শুক্রাণুর দীর্ঘ পথ

রজোনিবৃত্তির চেয়ে অনেক বেশি

লঘু মস্তিষ্কের খেলা জমেছে

গুরু মস্তিষ্কের পিছনে

 সোজা পথ মনে হতেই পারে

তবুও সব সোজা সোজা নয়

সর্পিল শুক্রাণুর মজাটাই আলাদা। 


Post a Comment

নবীনতর পূর্বতন