আকণ্ঠ বিদ্যুৎ তোমার উলটো পিঠে 

লক্ষ্মীকান্ত মণ্ডল 


চ  - চোয়াল ভাঙে নৈঋতের শব্দ 


আর্তনাদের ভিতর ঢুকে যায় স্বপ্নের নদী 

 ওজন স্তরে আঘাত করতেই থাকে হাওয়া 

ভাঙতে ইচ্ছে করে কাণ্ডের বিফলতা , 

খাদের ভিতর মহাবিষুব নিয়ে ঝুলে থাকতে চায়  ইস্ট্রোজেন 

পেঁচার ডানায় আল্পনা ছোঁয়ায়  অস্থির জোনাকি 

পৃথিবীর চিবুকে ঝুলে থাকে কালপুরুষ : হাতে বাঁশির 

প্রকারভেদ  

কালসিটে রেখা দেখতে দেখতে পলেস্তারা খসিয়ে দিতে থাকে সূর্যাস্ত  -


বিষুব :  আর শেড নেই ,  সম্পূর্ণ দুজন হাত ধরে হাঁটো সমান পথে - 




ছ -  ছাই ধ্বনির ফাটলে ক্রমিক অভিকর্ষ 


ঘুমহীন করোটিগুলোকে উল্টে পাল্টে দেখে নিচ্ছে  দ্রাঘিমা রেখা ,

এসব ক্রাইসিসে ব্যঞ্জনবর্ণের আকার ফুটে ওঠে

দৃশ্যের ভেতর সব পিছুটানের নীল ঘন মধ্যরাত ,

দুঃখেরা পল্লির সীমানায় জ্যোৎস্না হয়ে যায় - 

মাথার উপর প্রার্থনার সুর - একাসনে সপ্তর্ষির ঘর পালনো  খোলা মাঠ  

অন্ধকার মাথা নিচু করতেই যত বাদবাকি দাউ দাউ জ্বলে উঠে আগুন  


অপেক্ষা : যথার্থ আবহাওয়ার চোখে চিনে নাও প্রশান্তময় গহ্বর   -

Post a Comment

নবীনতর পূর্বতন